জেলা প্রতিনিধি: ময়মনসিংহ জেলার নান্দাইল উপজেলায় পূর্ববিরোধের জের ধরে রানা মিয়া (৩০) নামের এক যুবককে বাড়ি থেকে তুলে নিয়ে হাত ও পায়ের রগ কেটে ও কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে। এ ঘটনায় অভিযান চালিয়ে পুলিশ সন্দেহভাজন ৩ জনকে আটক করেছে।
আরও পড়ুন: হাতিয়ায় ভোট ছাড়াই জয়ী হচ্ছেন ৩ জন
রোববার (২১ এপ্রিল) রাতে উপজেলার রাজগাতী ইউনিয়নের বনহাটি গ্রামের গাঙ্গাইলপাড়া এলাকায় এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে।
নান্দাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল মজিদ জানিয়েছেন এ সময় তাদের কাছ থেকে দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।
নিহত রানা মিয়া ঐ এলাকার বাসিন্দা আবুল হাসেমের ছেলে।
স্থানীয়রা বলছে, গাঙ্গাইলপাড়া সুলেমান গ্রুপের সঙ্গে ঐ এলাকার রাজন গ্রুপের বিরোধ চলছিল দীর্ঘদিন ধরে। তাদের মধ্যে একাধিকবার মারামারির ঘটনা ঘটে। স্থানীয় গণ্যমান্যদের মধ্যস্থতায় তাদের মধ্যে বিরোধ মীমাংসা করা হয়েছে। রোববার রাতে রানা মিয়া বাড়ির পাশে বসে ছিল, প্রতিপক্ষের লোকজন এ সময় তাকে তুলে নিয়ে গিয়ে হাত,পায়ের রগ কেটে কুপিয়ে হত্যা করে রাস্তার পাশে ফেলে রেখে পালিয়ে যায়।
আরও পড়ুন: ভূঞাপুরে জনপ্রিয়তার শীর্ষে ফিরোজ চৌধুরী
ওসি আরও বলেন, বিগত করোনাকালীন সময়ে স্থানীয় দু’পক্ষের মধ্যে একাধিকবার বিরোধ হয়েছে। ঐ বিরোধের জের ধরে গত রোববার রাতে রানাকে হত্যার ঘটনা ঘটায় প্রতিপক্ষের লোকজন। এ ঘটনায় লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
সান নিউজ/এএ