আশ্রাফ উজ-জামান রুবেল: তালায় নাগরিক উদ্যোগের ও ইউরোপীয় ইউনিয়নের আর্থিক সহযোগিতায়, ক্রিশ্চিয়ান এইডের টেকনিক্যাল পরামর্শে পিছিয়ে পড়া জনগোষ্ঠীর ক্ষমতায়ন ও বাংলাদেশের উন্নয়ন প্রক্রিয়ায় অংশগ্রহণ প্রকল্পে অন্তর্ভুক্তি বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) সকালে উপজেলা প্রাণী সম্পদ অধিদপ্তর হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা আফিয়া শারমিন'র সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন নাগরিক উদ্যোগের বিভাগীয় সহকারী সমন্বয়কারী পলাশ দাস, প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মুরশীদা পারভীন পাঁপড়ি, খলিলনগর ইউপি চেয়ারম্যান প্রণব ঘোষ বাবলু। ধারণাপত্র পাঠ করেন বন্ধু ওয়েলফেয়ার সোসাইটি বিভাগীয় সমন্বয়কারী মো. নজরুল ইসলাম।
আলোচক হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাজমুন নাহার, উপজেলা সমাজসেবা কর্মকর্তা সুমনা শারমিন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা রেজাউল করিম, বীর মুক্তিযোদ্ধা মফিজ উদ্দিন।
সভায় তালা উপজেলা প্রশাসন ও স্থানীয় সরকারের মাধ্যমে দলিত, হিজরা, প্রতিবন্ধি ও ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সকল সরকারি সুবিধা প্রাপ্তি নিশ্চিত করে পিছিয়ে পড়া জনগোষ্ঠীর ক্ষমতায়ন এবং বাংলাদেশের উন্নয়ন প্রক্রিয়ায় তাদের সক্রিয় অংশ গ্রহন নিশ্চিত করার ব্যপারে আলোচনা করা হয়।
সান নিউজ/এইচএন