মো. নাজির হোসেন, মুন্সীগঞ্জ: মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলায় মোটরসাইকেল দুর্ঘটনায় ২ জন নিহত হয়েছেন। তাদের নাম-পরিচয় এখনো জানা যায়নি।
আরও পড়ুন: বাস-পিকআপ সংঘর্ষে নিহত ২
বুধবার (২১ ফেব্রুয়ারি) দুপুর দেড় টার দিকে উপজেলার হাসারা ব্রিজ এলাকার ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে (বঙ্গবন্ধু মহাসড়কের) এ ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করেছেন শ্রীনগর ফায়ার সার্ভিসের ওয়ারলেস অফিসার মাহফুজুর রহমান রিবেন।
আরও পড়ুন: বোয়ালমারীতে দু'পক্ষের সংঘর্ষে আহত ৭
তিনি জানান, মাওয়াগামী মোটরসাইকেল বরিশাল মেট্রো হ ১২-৮৬৩৪ অজ্ঞাত গাড়ির ধাক্কায় দুর্ঘটনায় পতিত হলে মোটরসাইকেল আরোহী ২ জন ঘটনাস্থলেই নিহত হন।
এ ব্যাপারে হাসারা হাইওয়ে পুলিশের ইনচার্জ কাঞ্চন কুমার সিংহ বলেন, শুনেছি অজ্ঞাত গাড়ির ধাক্কায় মোটরসাইকেল ২ আরোহী নিহত হয়েছে। নিহতদের নাম-পরিচয় এখনো পাওয়া যায়নি। তারা ঘটনাস্থলেই নিহত হন। তাদের মরদেহ আমাদের ফাঁড়িতে রয়েছে।
সান নিউজ/এনজে