সংগৃহীত ছবি
শিক্ষা

সাত কলেজের দায়িত্ব পাচ্ছে ইউজিসি

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) অধিভুক্ত সরকারি সাত কলেজের অধিভুক্তি বাতিলের চূড়ান্ত সুপারিশ করেছে শিক্ষা মন্ত্রণালয়। এ সময় অন্তর্বর্তী প্রশাসন হিসেবে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) এবং অধিভুক্ত কলেজের একজন অধ্যক্ষ সার্বিক কার্যক্রম পরিচালনা করবেন।

সোমবার (৩ মার্চ) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ থেকে এ সংক্রান্ত নির্দেশনা ঢাবি উপাচার্যের কাছে পাঠিয়েছে।

আরও পড়ুন: কমলো এলপিজির দাম

এতে বলা হয়েছে, খুব দ্রুততম সময়ের মধ্যেই ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবির) সিন্ডিকেট ও অ্যাকাডেমিক কাউন্সিলে বিষয়টি চূড়ান্ত করার নির্দেশ দেওয়া হয়েছে। এ সময় স্বতন্ত্র ওই কাঠামোর নাম দেওয়া হয়েছে, ‘নজরদারি সংস্থা’। এই সংস্থার দায়িত্বে থাকবেন ইউজিসির একজন সদস্য। সরকারি সাত কলেজের একজন অধ্যক্ষ সংস্থাটির পরিচালকের দায়িত্ব পালন করবেন। এদিকে, প্রশাসনিক কার্যক্রম পরিচালনার জন্য ঢাবির রেজিস্ট্রার দপ্তর মনোনীত কর্মকর্তা, পরীক্ষা সংক্রান্ত যাবতীয় কার্যক্রম পরিচালনার জন্য ঢাবির পরীক্ষা নিয়ন্ত্রক দপ্তর মনোনীত কর্মকর্তা, অর্থ ও হিসাব সংক্রান্ত কার্যক্রম পরিচালনার জন্য সংশ্লিষ্ট শাখার মনোনীত প্রতিনিধি দায়িত্ব পালন করবেন। এছাড়া সাত কলেজের অনলাইন ভর্তি কমিটির মাধ্যমে আবেদন সংক্রান্ত কার্যক্রম পরিচালিত হবে। এসব কলেজের শিক্ষা ও প্রশাসনিক কার্যক্রম পরিচালনার সাময়িক ব্যবস্থা হিসেবে এই কাঠামো বলে জানিয়েছে সরকার।

এর আগে , গত বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) ইউজিসি থেকে এই সংক্রান্ত একটি প্রস্তাব শিক্ষা মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। এ সময় ইউজিসির প্রস্তাবনা অনুযায়ী এই নির্দেশনা জারি করেছে মন্ত্রণালয়।

সুপারিশে বলা হয়েছে, সংশ্লিষ্ট প্রতিষ্ঠানসমূহের প্রশাসনিক জটিলতা ও সরকারি সাত কলেজের শিক্ষার্থীদের নানা অসুবিধার কথা বিবেচনায় রেখে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যে সকল শিক্ষার্থী বর্তমানে ঢাবির চলমান শিক্ষা কার্যক্রমের অধীনে রয়েছেন তাদের ক্ষেত্রে বিশ্ববিদ্যালয় প্রশাসন দায়িত্বশীলতার সাথে বর্তমান ব্যবস্থা চালু রাখবে। সাত কলেজ নিয়ে উদ্ভূত পরিস্থিতিতে অধিভুক্ত সাত কলেজের স্নাতক ও স্নাতোকোত্তর শিক্ষার্থীদের শিক্ষা ও প্রশাসনিক কার্যক্রম পরিচালনার সাময়িক ব্যবস্থা হিসেবে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন হতে নিম্নবর্ণিত সুপারিশ করা হলো।

আরও পড়ুন: পরিবর্তন হলো বঙ্গবন্ধু স্যাটেলাইটের নাম

এই সুপারিশ অনুযায়ী, ঢাবি পরীক্ষা নিয়ন্ত্রক দপ্তর, ভর্তি সংক্রান্ত দপ্তর, রেজিস্ট্রার দপ্তর ও হিসাব বিভাগের প্রতিনিধি সমন্বয়ে সাময়িক একটি সমন্বিত কাঠামো থাকবে যা (২০২৪-২৫) শিক্ষাবর্ষ হতে সরকারি সাত কলেজের স্নাতক ও স্নাতোকোত্তর পর্যায়ের যাবতীয় শিক্ষা কার্যক্রম পরিচালনা করবে।

এতে বলা হয়েছে, একটি সনদপ্রাপ্ত পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় প্রাতিষ্ঠানিক কাঠামোর আওতাভুক্ত হওয়ার পূর্ব পর্যন্ত এই সাময়িক কাঠামো সরকারি সাতটি কলেজের দায়িত্ব পালন করবে। এই কাঠামোর কার্যক্রম ঢাবি ক্যাম্পাসের বাইরের কোন উপযুক্ত কার্যালয় (যে কলেজ থেকে পরিচালক মনোনীত হবেন) থেকে পরিচালিত হবে। এই কাঠামোর অধীনে সব হিসাব ঢাবি-এর আলাদা ব্যাংক অ্যাকাউন্টে পরিচালিত হবে।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

কমলগঞ্জে নিখোঁজের একদিন পর যুবকের খণ্ডিত লাশ উদ্ধার

মৌলভীবাজারের কমলগঞ্জে নিখোঁজ হওয়ার একদিন পর ইকবাল...

নতুন নিরাপদ রিকশা আনছে বুয়েট

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) যন্ত্রকৌশ...

‘বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরো দৃঢ় করতে চায় পাকিস্তান’

বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক আরো দৃঢ় করতে চায় পাকিস্তান। এমন কথাই জান...

বগুড়ায় একরাতে চার সন্তান জন্ম দিলেন প্রবাসীর স্ত্রী

বগুড়ার একটি হাসপাতালে একসঙ্গে চার পুত্র সন্তানের জন্ম দিয়েছেন সৌদি প্রবাসীর স...

টিভিতে আজকের খেলা

প্রতিদিনের মতো আজ রবিবার (২৭ এপ্রিল) বেশ কিছু খেলা প্রচারিত হবে টেলিভিশনের পর...

টিভিতে আজকের খেলা

প্রতিদিনের মতো আজ সোমবার (২৮ এপ্রিল) বেশ কিছু খেলা প্রচারিত হবে টেলিভিশনের পর...

বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত

ফেনীতে বিশ্ব পরিবেশ দিবস ২০২৫ উদযাপন উপলক্ষে রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।...

কমলগঞ্জে নিখোঁজের একদিন পর যুবকের খণ্ডিত লাশ উদ্ধার

মৌলভীবাজারের কমলগঞ্জে নিখোঁজ হওয়ার একদিন পর ইকবাল...

নীলফামারীর ডিসির মানবিক উদ্যোগ; খোলা হলো রক্তদানে ‘হিমোগ্লোবিন’

‘মানবতার শ্রেষ্ঠ দান, রক্ত দিয়ে বাঁচাই প্রাণ’ শ্লোগানে নীলফামারীত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা