খায়রুল খন্দকার, টাঙ্গাইল: টাঙ্গাইলের ভূঞাপুরে স্বর্ণা (১৭) নামের এক এসএসসি পরীক্ষার্থী গলায় ফাঁস নিয়ে আত্মহত্যা করেছে।
আরও পড়ুন: মোটরসাইকেল ছিনতাই, গ্রেফতার ৩
শনিবার (১৭ ফেব্রুয়ারি) রাতে তার নিজ শোয়ার ঘরে ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করে বলে জানা যায়।
স্বর্ণা উপজেলার টেপিবাড়ি উচ্চ বিদ্যালয় থেকে এ বছর এসএসসি পরীক্ষা দিচ্ছে। সে স্থানীয় বেতুয়া পলিশা গ্রামের সোনা মিয়ার মেয়ে। এক ভাই ও এক বোনের মধ্যে স্বর্ণাই ছোট।
আরও পড়ুন: ভালুকায় শিশুর লাশ উদ্ধার
পরিবার সূত্রে জানা যায়, বাংলা প্রথমপত্র পরীক্ষা খারাপ হওয়ায় গত ২ দিন ধরে মন খারাপ করে থাকে, কারো সাথে কোনো কথা বলে নাই। শনিবার রাতে তার শোয়ার ঘরে একা থাকা অবস্থায় গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে।
ভূঞাপুর থানার অফিসার ইনচার্জ মো. আহসান উল্লাহ বলেন, ঝুলে থাকা অবস্থায় লাশ উদ্ধার করে পোস্টমর্টেমের জন্য টাঙ্গাইল মর্গে পাঠানো হয়েছে। রিপোর্ট পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
সান নিউজ/এনজে