বিনোদন ডেস্ক: ভারতের খ্যাতিমান গায়ক আদনান সামির মা বেগম নওরিন সামি খানের প্রয়াণ ঘটেছে। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৭ বছর।
আরও পড়ুন: হলিউডে দেখা যাবে দীপিকাকে
মায়ের ছবি পোস্ট করে আদনান লেখেন, 'দুঃখের সঙ্গে জানাচ্ছি, আমার মা বেগম নওরিন সামি খান আর নেই। আমাদের পরিবার গভীর শোকাহত। তিনি এমন একজন ছিলেন, যাকে আজীবন সকলে মনে রাখবেন। মায়ের স্পর্শ, ভালোবাসা খুব মিস করব। আমার মায়ের আত্মার শান্তি কামনা করবেন।'
গায়কের পোস্টে ভক্তরাও তার পরিবারের প্রতি সমবেদনা জানান। আদনান যাতে এই শোক দ্রুত কাটিয়ে উঠতে পারেন, সেই প্রার্থনাও করেন তার অনুরাগীরা।
সান নিউজ/এএন