বিনোদন ডেস্ক: জনপ্রিয় কার্টুন শো ডোরেমন’র মূল চরিত্র ‘ডোরেমন’র কণ্ঠদাতা নোবুয়ো ওইয়ামা মারা গেছেন।
আরও পড়ুন: ঢাকার সব মন্দিরে ঘুরবেন মিম
শুক্রবার (১১ অক্টোবর) নোবুয়োর ট্যালেন্ট এজেন্সির কর্তৃপক্ষ গণমাধ্যম সিএনএনকে তার মৃত্যুর খবর নিশ্চিত করে। মৃত্যুকালে এই কণ্ঠশিল্পীর বয়স হয়েছিল ৯০ বছর।
ওই এজেন্সি জানিয়েছে, গত ২৯ সেপ্টেম্বর বার্ধক্যজনিতক কারণে প্রাণ হারান নোবুয়ো ওইয়ামা। তার শেষকৃত্যও সম্পন্ন। সেখানে তার ঘনিষ্ঠ আত্মীয়রা শুধু যোগদান করে।
ডোরেমনের জনপ্রিয়তা ব্যাপকহারে থাকলেও মূলত ভারতীয় ভাষার সংস্করণে অভ্যস্ত বাংলাদেশের দর্শকরা। তবে অনেকে মূল জাপানি সংস্করণও দেখেছেন, সেখানেই ডোরেমনের চরিত্রে শোনা যেত নোবুয়োর কণ্ঠ।
নোবুয়ো ২০০৫ সাল পর্যন্ত প্রায় ২৫ বছর ডোরেমনের কণ্ঠ দিয়েছেন। তার অবসরের পর অন্যান্য শিল্পীরা তার জায়গা নিলেও ডোরেমনের কণ্ঠ তারই পরিচিতি রয়েছে। অন্যান্য শিল্পীরাও চেষ্টা করেছেন তার মতো করে কণ্ঠ দিতে।
সান নিউজ/এএন