আন্তর্জাতিক ডেস্ক: লেবাননে ইসরায়েলের কয়েক সপ্তাহের হামলায় অন্তত ১,৬৪৫ জন নিহত হয়েছে। আর গত ১ বছরে হিজবুল্লাহ-ইসরায়েলি বাহিনীর মধ্যে সংঘাতে ২,২২৫ জন নিহত হয়েছেন।
শনিবার (১২ অক্টোবর) সন্ধ্যায় ইসরায়েলি বাহিনী লেবাননের প্রধান শহর নাবাতিয়েহর বাণিজ্যিক এলাকার সড়কে বোমা হামলা চালায়। এ হামলায় অন্তত ৮ জন আহত হয়।
আরও পড়ুন: গাজায় শরণার্থী শিবিরে হামলা, নিহত ২২
শুক্রবার (১১ অক্টোবর) রাতে লেবাননে জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনীর ওপর হামলা চালায় দুর্বৃত্তরা । এ সময় লেবাননে জাতিসংঘের অন্তর্বর্তী বাহিনী (ইউএনআইএফআইএল) বলছে, মাত্র ২ দিনের মধ্যে ইসরায়েল সীমান্তের কাছে ৫ শান্তিরক্ষী আহত হলেন।
এদিকে, হিজবুল্লাহ জানান, তারা হাফিয়ার কাছাকাছি ইসরায়েলের ১টি সামরিক ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালায়। এ হামলায় ৩৫টি প্রজেক্টাইল ছোড়া হয়। কিন্তু ইসরায়েলের দাবি, তাদের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা এ সকল প্রজেক্টাইলের বেশিরভাগই প্রতিহত করে। তবে কয়েকটি প্রজেক্টাইল কৃষি জমিতে পড়ে আগুন ধরে যায়।
আরও পড়ুন: ইসরায়েলে ১০০ রকেট নিক্ষেপ
গত বছরের (৭ অক্টোবর) সশস্ত্র গোষ্ঠী হামাস ইসরায়েলে নজিরবিহীন হামলা চালায়। এরই জবাবে ইসরায়েল গাজায় যুদ্ধ শুরু করে। ইসরায়েলের হামলায় গাজায় এই পর্যন্ত ৪২,১৭৫ জনের প্রাণ গেছে। আর আহত হয়েছেন ৯৮,৩৩৬ জন।
সান নিউজ/এমএইচ