আন্তর্জাতিক ডেস্ক: গাজা ভূখণ্ডে ইসরায়েলি বর্বর হামলায় নিহতের সংখ্যা ১৭ হাজার ছাড়াল। এসব নিহত ফিলিস্তিনিদের মধ্যে ৭০% নারী ও শিশু। এছাড়াও হামলায় আহত হয়েছেন আরও ৪৬ হাজার ফিলিস্তিনি।
আরও পড়ুন: ২০৩০ পর্যন্ত ক্ষমতায় থাকছেন পুতিন
বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) বার্তাসংস্থা আনাদোলু এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।
প্রতিবেদনে বলা হয়, গত ৭ অক্টোবর থেকে গাজা উপত্যকায় চলমান ইসরায়েলি হামলায় নিহত ফিলিস্তিনির সংখ্যা প্রায় ১৭ হাজার ১৭৭ জনে পৌঁছেছে বলে বৃহস্পতিবার অবরুদ্ধ এই ভূখণ্ডটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে।
মন্ত্রণালয়ের মুখপাত্র আশরাফ আল-কুদরা এক সংবাদ সম্মেলনে জানান, ‘নিহতদের মধ্যে প্রায় ৭০% শিশু ও নারী।’ এছাড়াও অবরুদ্ধ এ ফিলিস্তিনি ভূখণ্ডে ইসরায়েলি হামলায় আরও ৪৬ হাজার মানুষ আহত হয়েছেন।
আশরাফ আল-কুদরা জানিয়েছে, ‘ইসরায়েলি হামলায় কমপক্ষে ২৯০ জন চিকিৎসক নিহত হয়েছেন, ১০২টি অ্যাম্বুলেন্স ধ্বংস হয়ে গেছে ও ১৬০টি স্বাস্থ্যসেবা কেন্দ্রকে হামলার লক্ষ্যবস্তু করা হয়েছে। এছাড়াও ২০টি হাসপাতাল ও ৪৬টি প্রাথমিক স্বাস্থ্য পরিচর্যা কেন্দ্র পরিষেবা বন্ধ করতে বাধ্য করা হয়েছে।’
আরও পড়ুন: রুশপন্থি সাবেক এমপিকে হত্যা
এ পরিস্থিতিতে গাজায় ফিলিস্তিনিদের বিরুদ্ধে ইসরায়েলি গণহত্যায় পশ্চিমারা সহায়তা করছে বলে অভিযোগ করেছেন ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি। বৃহস্পতিবার (৮ ডিসেম্বর) মস্কোতে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সাথে বৈঠকের শুরুতে এই অভিযোগ করেন তিনি।
মূলত হামাস-ইসরায়েল যুদ্ধসহ বিভিন্ন ইস্যুতে ইব্রাহিম রাইসি ক্রেমলিনে বৃহস্পতিবার রুশ প্রেসিডেন্টের সাথে বৈঠক করেছেন। বৈঠকে পুতিন জানান, মধ্যপ্রাচ্য, বিশেষ করে ফিলিস্তিনি অঞ্চলের পরিস্থিতি নিয়ে আলোচনা করাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
রাইসি জানান, ‘ফিলিস্তিন ও গাজায় যা ঘটছে তা অবশ্যই গণহত্যা ও মানবতার বিরুদ্ধে অপরাধ। এটা আরও দুঃখজনক যে, যুক্তরাষ্ট্র ও পশ্চিমারা এ গণহত্যায় সমর্থন করছে।’
সান নিইজ/এএ