নিজস্ব প্রতিনিধি: সংযুক্ত আরব আমিরাতে বাংলাদেশি যুবক মোহাম্মদ ফারুক নামের এক প্রবাসীর মৃত্যু হয়েছে।
আরও পড়ুন: কানাডায় বাংলাদেশি ব্যবসায়ী নিহত
মঙ্গলবার (২৯ আগস্ট) অসুস্থ হয়ে পড়ার কারণে তাকে আমিরাতের আল আইন সিটি জিমি হসপিটালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় সেখানে তার মৃত্যু হয়।
নিহত ফারুক ফটিকছড়ি পৌরসভার রাঙামাটিয়া ৪ নম্বর ওয়ার্ডের খালাছির বাড়ির মাওলানা ফয়জুল হক সাহেবের ছেলে। ঐ ওয়ার্ডের সাবেক কাউন্সিলর নাজিম উদ্দীনের ভাতিজা সে।
আরও পড়ুন: প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার
জানা যায়, আমিরাতের আল আইন সিটিতে কর্মরত অবস্থায় হঠাৎ অসুস্থ হয়ে পড়লে, সেখানে তার সহকর্মীরা তাকে আল আইন সিটি জিমি হসপিটালে ভর্তি করেন। ঘণ্টা খানেকের মধ্যে হার্ট অ্যাটাকে মারা যায় ফারুক।
আমিরাত প্রবাসীরা তার আত্মার মাগফিরাত কামনা করেছেন। এছাড়াও তার শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতিও গভীর সমবেদনা জানিয়েছেন তারা।
সান নিউজ/এএ